🗣💠👮♂ভিডিপি গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ👮♀💠
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তত্বাবধানে ভিডিপি গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। শুধু সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের প্রশিক্ষণ প্রত্যাশী স্থায়ী বাসিন্দাগণ রেজিষ্ট্রেশণ করে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।
🔛প্রশীক্ষণার্থী বাছাইয়ের তারিখ ও স্থান🔜
০৫ জানুয়ারি ২০২৫ খ্রি: বিকাল ২ ঘটিকায়, লামাকাজী ইউনিয়ন পরিষদ।
➡প্রশিক্ষণ শুরুর সম্ভাব্য তারিখ
১২ জানুয়ারী ২০২৫
➡⏩প্রশিক্ষণ স্থান
লামাকাজী ইউনিয়ন পরিষদ, বিশ্বনাথ,সিলেট।
↘↘প্রশিক্ষণার্থী
মেয়েঃ ৩২ জন ছেলেঃ ৩২ জন
কাদের জন্য প্রশিক্ষণ
• যাদের বয়স ১৮-২৫ বছর
• যারা স্বেচ্ছাসেবী হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হয়ে, নিজের দেশ ও দশের কল্যাণে তথা মানব নিরাপত্তার (Human Security) কাজ করতে আগ্রহী।
• যারা এ বাহিনী পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী হতে পছন্দের প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে চাকরির উপযুক্ততা অর্জন বা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের জন্য আগ্রহী।
শর্তাবলি
• কমপক্ষে ৮ম শ্রেণি পাশ হতে হবে।
• প্রশিক্ষণে ১০ দিনই উপস্থিত থাকতে হবে।
• প্রশিক্ষণ শেষে রাজস্ব বাবদ ১০ টাকা কর্তন করে ১৪৯০ টাকা ভাতা প্রদান করা হবে।
• ব্যক্তিগত জাতীয় পরিচয়পত্র এবং বিকাশ/রকেট/নগদ নম্বর না থাকলে প্রশিক্ষণে অংশগ্রহণের প্রয়োজন নেই।
• ব্যক্তিগত বিকাশ/রকেট/নগদ নম্বর না থাকলে অন্যের নম্বরে ভাতা পরিশোধ করা হবে না।
• প্রশিক্ষণের জন্য ১০দিনই উপস্থিত না থাকলে তাকে ভাতা এবং সনদপত্র দেওয়া হবে না।
• রেজিষ্ট্রেশনের শেষ সময়সীমা ০৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ১৮.০০ ঘটিকা।
মূল্যায়ন
• প্রশিক্ষণে অংশগ্রহণের দ্বিতীয় এবং নবম দিনে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন হবে।
• প্রশিক্ষণ শেষের পরের সপ্তাহে প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষক এবং প্রশিক্ষণের মূল্যায়ন করবেন।
• সকল মূল্যায়ন হবে অনলাইনে।
• প্রশিক্ষণ শেষে সনদ পত্র দেওয়া হবে
যোগাযোগ
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় বিশ্বনাথ, সিলেট।
মোবাইলঃ 01798957809
মোবাইলঃ 01744525875
মোবাইলঃ01721041313
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS