Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ও ভিডিপির কার্যক্রম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী। তৃণমূল পর্যায়ে এ বাহিনীর বিস্তৃত রয়েছে। ১৯৪৮ সালের  ১২ই ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠা লাভের মাধ্যমে যাত্রা শুরু করে। সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাপম প্রতিরক্ষা বাহিনীর নানাবিদ কার্যক্রম রয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ বাহিনীর সদস্যরা ততপর রয়েছে। গত ১৮ জুন ২০২২ খ্রি: তারিখে সিলেট জেলায় সংঘটিত ভয়াবহ বন্যায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, উপজেলা প্রশিক্ষক,দলনেতা,দলনেত্রী ও কমান্ডারগণ নিজের জীবন বাজী রেখে উদ্ধার ততপরতায় অংশগ্রহণ করে এবং বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের মধ্যে ত্রান বিতরণের মাধ্যমে সফলতার সাক্ষর রাখেন। এছাড়াও ২০২০ সালে করোনা মহামারী আকার ধারণ করলে এ বাহিনীর সদস্যরা জনগণকে সচেতনতার মাধ্যমে করোনা মহামারী কমিয়ে আনতে সহায়তা করেন। নিয়মিত কর্যক্রমের মধ্যে রয়েছে বিভিন্ন সময়ে সংঘটিত নির্বাচন,পূজা ও সরকারী যেকোন নির্দেশনা পালন করা ইত্যাদি। অত্র উপজেলার ৫টি আনসার গার্ডে মোট ৪১ জন অঙ্গীভূত আনসার কর্মরত রয়েছে ও উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২২ জন দলনেতা,দলনেত্রী ও কমান্ডার কর্মরত রয়েছে।